শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে এবারে ৩০২ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা; এর মধ্যে ১৪৯ টি প্রতিমা পূজা এবং ১৫৩ টি ঘট পূজা। আর পূজার আয়োজন ও বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্টরা।
রোববার সকালে কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ ব্রাম্ম মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, জেলায় এবারে মিয়ানমারের বাস্তুচ্যুত হিন্দু নাগরিকদের ক্যাম্পসহ মোট ৩০২ টি পূজামন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে মন্ডপে মন্ডপে পূজার আয়োজন এবং কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ বিসর্জন অনুষ্ঠানের জন্য সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসর্জন অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি নিয়োজিত থাকবে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য।
সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply