শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী ছড়ায় পড়ে আছে একটি মৃত হস্তি শাবক।
শনিবার সকাল ৮ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পশ্চিমে পাহাড়ী ছড়ায় মৃত হস্তি শাবকটি দেখতে পায় বলে জানান ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে গত ২০ সেপ্টেম্বর একই এলাকার পাহাড়ী ছড়া থেকে উদ্ধার হয়েছিল আরেকটি মৃত হস্তি শাবক।
তারিকুল বলেন, শনিবার সকালে টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পশ্চিমে পাহাড়ী ছড়ায় একটি মৃত হস্তি শাবক পড়ে থাকার খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে এপিবিএন একটি দল পৌঁছে পাহাড়ী ছড়ার পানিতে এক মৃত হস্তি শাবক দেখতে পায়। এসময় সেখানে হস্তি শাবকটিকে ঘিরে উৎসুক রোহিঙ্গাদের ভিড় জমে যায়।
” ওই এলাকায় বন্যহাতির চলাচল পথ রয়েছে। পাহাড়ী ছড়ায় পানি পান করতে প্রায় সময় হাতি যাতায়ত করে থাকে। ধারণা করা হচ্ছে, পাহাড় চূঁড়া থেকে পড়ে গিয়ে হস্তি শাবকটির মৃত্যু হয়েছে। গত ২/৩ দিন আগে মৃত্যু হওয়ায় হস্তি শাবকটির শরীরের বিভিন্ন অংশে চামড়া খসে গেছে এবং পঁচন ধরেছে। “
এপিবিএন এর অধিনায়ক বলেন, ” এর আগে গত ২০ সেপ্টেম্বর একই এলাকার পাহাড়ী ছড়ার পানিতে পড়ে আরো একটি মৃত হস্তি শাবক উদ্ধার করা হয়েছিল। “
পাহাড়ী ছড়ায় একটি মৃত হস্তি শাবক পড়ে থাকার খবর স্থানীয় বনবিভাগকে অবহিত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল।
.coxsbazartimes.com
Leave a Reply