শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের পিএমখালীতে ২টি বোমা সদৃশ ধাতব বস্তুর সন্ধান পাওয়া গেছে; সেগুলো উদ্ধারে সেনাবাহিনীকে চিঠি দিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এলাকা বোমা সদৃশ এসব বস্তুর সন্ধান পাওয়া যায়।
স্থানীয়দের বরাতে মুনীর-উল-গীয়াস বলেন, বিকালে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এলাকায় জনৈক আমান উল্লাহ’র মালিকাধীন মাছের ঘেরে কাজ করছিল শ্রমিকরা। তারা ঘেরে যাতায়তের পথ তৈরীতে মাটি সরানোর এক পর্যায়ে বোমা সদৃশ ২ টি ধাতব বস্তু দেখতে পায়। শ্রমিকরা বিষয়টি ঘেরের মালিক জানায়। পরে ঘেরের মালিক বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
” এসময় পুলিশ মাছের ঘেরে কাদা মাটি ও পানিতে অর্ধ-ডুবন্ত অবস্থায় বোমা সদৃশ দুইটি ধাতব বস্তু দেখতে পায়। বোমা বলে ধারণা করা হলেও এগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলোর দৈর্ঘ্য ৩/৪ ফুটের বেশী। “
ওসি বলেন, ” প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ধান পাওয়া বোমাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে। এগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল।
মুনীর-উল-গীয়াস জানান, বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়ার ব্যাপারে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনকে চিঠি পাঠিয়ে অবহিত করা হয়েছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এসব ধাতব বস্তু উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
বোমা সদৃশ বস্তুগুলো ঘটনাস্থলে রয়েছে এবং এগুলো নজরদারি রাখার জন্য স্থানীয় গ্রাম পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান ওসি।
.coxsbazartimes.com
Leave a Reply