মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সৈকতের সী গাল পয়েন্ট হতে এই মৃতদেহটি উদ্ধার করা হয়। একই পয়েন্টে বেলা সাড়ে ৩ টার দিকে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক পর্যটক বলে ধারণা করলে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লাইফ গার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ জানায়; শুক্রবার দুপুরে সমুদ্র সৈকতের সী গাল পয়েন্ট হতে বেশ দূরে সাগরে একটি লাশ ভাসমান লাশ দেখতে পায় জেড স্কী চালক। পরে বিষয়টি লাইফ গার্ড কর্মীদের জানালে দ্রুত বোট নিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে তীরে আনা হয়। এরপর বিষয়টি ট্যুরিস্ট পুলিশ কে জানানো হয়। এখনো পর্যন্ত লাশটি পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ১৭-১৮ বছর; গায়ে শুধুমাত্র একটি হাফ প্যান্ট রয়েছে। তবে লাশ দেহে নানা অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য জেলা পুলিশ সংবাদ পাঠানো হয়েছে বলেও জানায় ট্যুরিস্ট পুলিশ।
অপরদিকে একই পয়েন্টে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ৩ টার দিকে ভেসে যেতে দেখে লাইভগার্ডকর্মী মুমুর্ষাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। অনুমানিক ২৬/২৭ বছরের এ যুবক পর্যটক বলে ধারণা করলেও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মৃতদেহ ২ টি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply