মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড এর টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈল উল হক জানান, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
লে. কমান্ডার নাঈম বলেন, ভোর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন ঘাট দিয়ে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে কোস্টগার্ড সদস্যরা সঙ্গে থাকা তিনটি বস্তাসহ সন্দেহজনক তিনজন লোককে দেখতে পায়। এসময় বাঁশি বাজিয়ে ও টর্চের আলোর সাহায্যে লোকগুলোকে থামার জন্য সংকেত দেয়া হয়।
” লোকগুলো কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বস্তাগুলো খুলে পাওয়া যায় সাড়ে ৩ লাখ ইয়াবা। “
উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার নাঈম উল হক।
.coxsbazartimes.com
Leave a Reply