শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ: টেকনাফের শালবাগান শরনার্থী ক্যাম্প এলাকা থেকে অপহৃত নাজিম উদ্দিন(২০)নামে এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে(এপিবিএন)পুলিশ সদস্যরা।এসময় তিন অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভিকটিম ক্যাম্পের ব্লক-ই/৫ এর বাসিন্দা আবুল কালামের ছেলে।
আটক অপহরনকারীরা হলেন, শালবাগান ক্যাম্পের ব্লক-এ/৪ এর বাসিন্দা মৃত দুদু মিয়ার ছেলে আবুল কাশেম(৩২),ব্লক-ডি/২ বাসিন্দা ছিদ্দিকের ছেলে নুর কামাল(২৫) ও ব্লক-ই/৮এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে মোঃ কাউসার ওরফে হাফেজ ইউনুস(৩১)।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি বলেন,২৯আগস্ট রোববার বিকেলে শালবাগান২৬নম্বর ক্যাম্পের ব্লক-ই/৪ হতে সন্ত্রাসী ত্বোহা গ্রুপের ৮/৯জন সশস্ত্র সন্ত্রাসীরা নাজিম উদ্দিনকে অপহরন করে নিয়ে যায়।বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে।ঘটনার পর থেকে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানের তৎপরতায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে একই ক্যাম্পের বল্ক-২ এর ছড়ার পাড়ে রেখে পালিয়ে যাওয়ার সময় তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।এসময় ওই এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।এছাড়া ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পের মাদক ব্যবসাসহ ক্যাম্প এলাকার আইন শৃঙ্খলা পরিপন্থী অনেক অপকর্মের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।তিনি আরো বলেন,উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply