রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের বালুখালি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহসেনা আক্তার (২২) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।
শনিবার ভোররাতে হোয়াইক্যং ইউপি বালুখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেই ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।
স্থানীয় কয়েকজন যুবক জানান, ভোররাতে হোয়াইক্যং ইউপি বালুখালী গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে ৮/১০জনের অজ্ঞাতনামা স্বশস্ত্র দুর্বৃত্তরা এসে দেওয়াল ভেঙ্গে ঘরে ঢুকে পড়ে।তখন বারান্দায় থাকা সন্তান প্রসব করা স্ত্রী মোহছেনা আক্তার সামনে পড়ে।তখন দূবৃর্ত্তরা তোর জামাই মোহাম্মদ আলী কোথায় জানতে চাইলে পার্শ্ববর্তী ভেতরের রুমে থাকা স্বামী মোহাম্মদ আলী দরজা আটকে দিয়ে চিৎকার শুরু করে। মোহছেনা দূবৃর্ত্ত দলের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হলে তারা ক্ষুদ্ধ হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর স্বামীর রোমের দরজা ভাঙ্গতে চাইলে প্রতিবেশীরা জড়ো হতে থাকায় দূবৃর্ত্ত দল নিরুপায় হয়ে পালিয়ে যায়।এরপর ৩৫দিনের সন্তান প্রসবকারী রক্তাক্ত মোহছেনা মৃত্যুরকোলে ঢলে পড়ে।নিহতের সংসারে ২জন কন্যা সন্তান রয়েছে।এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে নিহতের স্বামী মোহাম্মদ আলীর বরাত দিয়ে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস বলেন,নিহত মোহছেনার স্বামী মোহাম্মদ আলীর সাথে দীর্ঘদিন ধরে সৎ ভাইদের সাথে জমি-জমার বিরোধ চলে আসছিল।যা নিয়ে বেশ কয়েক বার সালিশ হয়েছিল। সৎ ভাইয়েরা রোহিঙ্গা শিবিরে বসবাস করছে।এ বিরোধের জেরধরে ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের দিয়ে গৃহবধুকে খুন করা হয়েছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মোঃ মাহমুদুল হাসান মাহবুব বলেন,ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।হত্যাকান্ডের সাথে জড়িতদের খোঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.coxsbazartimes.com
Leave a Reply