শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে খালের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, শনিবার সকাল সাড়ে ১১ টায় ্উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ইরানী পাহাড় এলাকার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত একরাম উল্লাহ (৪) উখিয়ার পালংখালী ইউনিয়নের ইরানী পাহাড় এলাকার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের রমজান আলীর ছেলে।
পুলিশ সুপার নাঈমুল হক বলেন, শনিবার সকালে উখিয়ার ইরানী পাহাড় এলাকার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে খালের পাশে অবস্থিত বসত ঘরের খোলা জায়গায় স্থানীয় কয়েকজন শিশু মিলে খেলা করছিল। এক পর্যায়ে এদের মধ্যে একজন শিশু খালের পানিতে পড়ে যায়। পরে সেখানে উপস্থিত শিশুদের শোর-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
“ এরই মধ্যে শিশুটি খালের পানিতে কিছুদূরে পর্যন্ত ভেসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ”
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, “ এ ঘটনাটি রোহিঙ্গা ক্যাম্পটির মাঝি (কমিউনিটি নেতা) স্থানীয় এপিবিএন এর ক্যাম্পে অবহিত করে। পরে বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থলে পৌঁছে। ”
পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃত্যু কারণ নিয়ে অভিভাবকদের কাছ কোন ধরণের অভিযোগ না পাওয়ায় মৃতদেহটি স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার নাঈমুল হক।
.coxsbazartimes.com
Leave a Reply