বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চার লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
পরে উদ্ধার ইয়াবা নিয়ে বিওপিতে ফেরার সময় পাচারকারিরা হামলা চালালে আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বুধবার মধ্যরাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সীমান্তবর্তী করাইবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
তবে হামলাকারি পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
আলী হায়দার বলেন, বুধবার মধ্যরাতে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। পরে স্থানীয় এক পাহাড়ের জঙ্গলে তল্লাশী চালিয়ে লুকায়িত অবস্থায় একটি বস্তার সন্ধান পায়।
” বস্তাটি খুলে ৪১ টি কার্টনে পাওয়া যায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা। এগুলোর আনুমানিক মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা। “
বিজিবির এ কর্মকর্তা বলেন, ” উদ্ধার করা ইয়াবার চালান নিয়ে স্থানীয় রেজুপাড়া বিওপিতে ফিরে আসার সময় সংঘবদ্ধ পাচারকারিরা বিজিবির সদস্যদের উপর দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় বিজিবির সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়লে পাচারকারিরা গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। “
এ ঘটনায় উখিয়ায় থানায় হামলায় জড়িত পাচারকারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
.coxsbazartimes.com
Leave a Reply