বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও খালের গরুর হালদা এলাকার দক্ষিণে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে তিন শিশু-যুবক ভেসে গেছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে।
বেলা দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে সাড়ে তিন ঘন্টা অভিযান চালিয়েও তিনজনকে জীবিত কিংবা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় বিপুল সংখ্যক লোক এবং দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
নিখোঁজরা হচ্ছে, ওমর ফারুক(২৩), দেলোয়ার হোসেন(১৬) ও মোহাম্মদ মোরশেদ(১৫)।
ওমর ফারুক ও মোরশেদ আপন ভাই এবং দেলোয়ার হোসেন তাদের আপন ভাগ্নে।
ওমর ফারুক ও মোরশেদ নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার মোহাম্মদ শাহজাহানের সন্তান।
দেলোয়ার হোসেনের বাবার নাম নুরুল আবছার।
স্থানীয় সংবাদকর্মী শাহীদ মোস্তফা বলেন, তারা পাঁচজন প্রবল বৃষ্টিতে আজ সকালে জাল নিয়ে মাছ ধরতে ঈদগাঁও খালের পানিতে নামে। এসময় এদের মধ্যে দুইজন কূলে ওঠতে সক্ষম হলেও ভেসে যায় তিনজন।
” এ ঘটনা স্থানীয়ভাবে জানাজানি হলে বিপুল সংখ্যক মানুষ ঘটানাস্থলে জড়ো হয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে খবর পেয়ে রামু ফায়ার স্টেশনের একটি দল উদ্ধার কাজে যোগ দেয়। “
তবে উদ্ধারকর্মিরা দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর পরও সন্ধান না পাওয়ায় তিনজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণার কথা জানান স্থানীয় এ সংবাদকর্মি।
এ বিষয়ে রামু ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সোমেন বড়ুয়া বলেন, বেলা দুইটা পর্যন্ত নিখোঁজ তিনজনের কাউকে ও উদ্ধার করা যায়নি। তাদের ভাগ্যে কী ঘটেছে তাও এ মুূহূর্তে বলা যাচ্ছেনা।
ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল কিছুক্ষণের মধ্যে নতুন করে উদ্ধার অভিযান শুরু করবে বলে জানান তিনি।
.coxsbazartimes.com
Leave a Reply