শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টিতে পাহাড় ধসের পাশাপাশি কক্সবাজারের শতাধিক গ্রাম পানি বন্ধি হয়ে পড়েছে। কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার, নাজিরারটেক, সমিতিপাড়া, চৌফলদন্ডী, টেকনাফের হ্নীলা ও সাবরাং ইউনিয়ন, চকরিয়া, পেকুয়া এসব গ্রাম প্লাবিত হয়েছে। এতে অনন্ত এক লাখ বসত ঘরের মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে।
পানির কারণে কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ২ দিনে ৬ রোহিঙ্গা সহ ১৪ জনের মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষে, এসব মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছেন, গতকাল সকাল ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ১১৫ মিলিমিটার, সকাল ৬ থেকে দুপুর পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ৩ নং সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply