শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজ পাড়ায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, টানা বৃষ্টিপাতে পানখালি ভিলেজ পাড়ায় স্থানীয় সৈয়দ আলমের বাড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ জন মাটি চাপা পড়ে। পরে স্থানীয়রা মাটি খুড়ে তাদেরকে বের করলেও ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। নিহতরা সবাই শিশু।
হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, নিহতদের মধ্যে ৩ জন ছেলে ২ জন মেয়ে রয়েছে। এরা সকলেই ভিলেজার সৈয়দ আলমের সন্তান।
এছাড়াও কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়নি।
এর আগে মঙ্গলবার সকালে উখিয়ার ক্যাম্প ১০ এ পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়। মাটির চাপায় আহত হন ৩ জন। তাদের ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর ঢলের পানিতে ডুবে ক্যাম্প ১৮ তে এক শিশুর মৃত্যু হয়।
আর পাহাড় ধসে টেকনাফে হোয়াইক্যংয়ে এক নম্বর ওয়ার্ডে রকিম আলী নামে একজনের মৃত্যু হয় এবং মহেশখালি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহিপাড়ায় মাটির দেয়াল চাপায় মোরশেদা বেগম এর মৃত্যু হয়।
.coxsbazartimes.com
Leave a Reply