বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন : টেকনাফ শাহপরীর দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় বিদুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ আরো তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৭ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা রমিদা বেগম ও সদর ইউনিয়নের বাহারছড়ার কলিম উল্লাহ। সে রমিদার বাড়িতে বেড়াতে এসেছিল।
ঘটনা সত্যতা নিশ্চত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে শাহপরীর দ্বীপ দক্ষিন পাড়া বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply