বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের শাহপরীরদ্বীপ তিন রাস্তার মোড় এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ।
বুধবার রাতে সাবরাং ইউপি ঔই এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সেই একই ইউপি ডাঙ্গর পাড়ার বাসিন্দা আজগর আলীর ছেলে মোঃ নুরুন্নবী (১৯)।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,শাহপরীরদ্বীপ বাজার পাড়া সংলগ্ন হাজী সব্বির আহমেদের বাড়ির সামনে তিন রাস্তার মোড় এলাকায় মাদক বেচাকেনা করছেন। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের হেফাজতে থাকা ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply