শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে দুই মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলা অংশের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) মো. মিজানুল হক।
নিহতরা হল, কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর এলাকার মো. ওসমানের ছেলে কফিল উদ্দিন ওরফে রিফাত (২০) এবং কলাতলী এলাকার জালাল আহমদের ছেলে মোহাম্মদ আসিফ (২৩)।
ঘটনায় আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অন্য দুইজনের সম্ভব হয়নি।
পরিচয় পাওয়া মোহাম্মদ আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর এলাকার মো. ছলিমুল্লাহ’র ছেলে।
এসআই মিজানুল বলেন, রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা দুইটি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ী দুইটির ৫ জন আরোহী আহত হয়েছে। পরে আহতদের পুলিশের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারি উপ-পরিদর্শক ( এএসআই ) মো. রিপন চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত ২ জনের মৃত ঘোষণা করেন। আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের লাশ দুইটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে জানান হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এ পুলিশের।
.coxsbazartimes.com
Leave a Reply