শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪

মেরিন ড্রাইভ সড়কের দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে দুই মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলা অংশের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই ) মো. মিজানুল হক।

নিহতরা হল, কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর এলাকার মো. ওসমানের ছেলে কফিল উদ্দিন ওরফে রিফাত (২০) এবং কলাতলী এলাকার জালাল আহমদের ছেলে মোহাম্মদ আসিফ (২৩)।

ঘটনায় আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অন্য দুইজনের সম্ভব হয়নি।

পরিচয় পাওয়া মোহাম্মদ আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর এলাকার মো. ছলিমুল্লাহ’র ছেলে।

এসআই মিজানুল বলেন, রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা দুইটি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ী দুইটির ৫ জন আরোহী আহত হয়েছে। পরে আহতদের পুলিশের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারি উপ-পরিদর্শক ( এএসআই ) মো. রিপন চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত ২ জনের মৃত ঘোষণা করেন। আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের লাশ দুইটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে জানান হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এ পুলিশের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888