শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভিন্ন পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয়েছে একাধিক জামাতের।
সকাল আটটায় ঈদগাঁহ ময়দান জামে মসজিদে ঈদের প্রথম এবং প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক।
কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জামাতে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ,বাংলাদেশ আওয়ামীলীগ ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজসহ মুসল্লীরা ঈদের নামাজ আদায় করে।
এর পর একাধিক জামাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কক্সবাজার শহরের বিভিন্ন মসজিদের একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
পরে দেশবাসীর নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নামায শেষে পশু কুরবারী শুরু হয়।
.coxsbazartimes.com
Leave a Reply