শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
রোববার (১৮ জুলাই) বিকেলে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ৬৫৭ জনকে দেয়া হয় এই মানবিক সহায়তা। সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়।
এসময় তিনি বলেন, করোনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবিকা হারিয়েছে। তাই তাদের প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই মানবিক সহায়তা পবিত্র ঈদুল আজহায় তাদের অভাব-অনটন দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।
এরপর স্বাস্থ্যবিধি মেনে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও পরিবারের মাঝে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করেন অতিথিবৃন্দ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ও সৈয়দ মুরাদ ইসলাম।
.coxsbazartimes.com
Leave a Reply