রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ

এখন থেকে বিনামূল্যে অক্সিজেনের খালি সিলিন্ডার রিফিল হবে কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণকালে অক্সিজেনের চাহিদা বেড়েছে কক্সবাজারে। যার কারণ অক্সিজেনের খালি সিলিন্ডার রিফিল করতে পাঠানো হতো চট্টগ্রামে, দীর্ঘসময় লেগে যেত। কিন্তু আর চট্টগ্রামে নয়; এখন থেকে অক্সিজেনের খালি সিলিন্ডার বিনামূল্যে রিফিল হবে কক্সবাজারে।

শনিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ‘অক্সিজেন ব্যাংক’ নামে অক্সিজেনের খালি সিলিন্ডার রিফিল কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

চাহিদা অনুযায়ী কক্সবাজার জেলায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও খালি সিলিন্ডার রিফিলের এই সেবা দিচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ।

আবুল খায়ের গ্রুপ জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলাপ করে জেলা সদর হাসপাতালের নিচতলায় একটি কক্ষ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত কক্ষে অক্সিজেনের খালি সিলিন্ডার রিফিলের সরঞ্জাম স্থাপন করা হয়। বর্তমানে অক্সিজেনের খালি সিলিন্ডার রিফিল এখান থেকে করা যাবে। এটির নাম দেয়া হয়েছে ‘অক্সিজেন ব্যাংক’। শনিবার প্রাথমিকভাবে বিনামূল্যে সাড়ে ১০ লিটারের ২০টি অক্সিজেন জেলা স্বাস্থ্যবিভাগকে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে পুরো কক্সবাজার জেলায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও খালি সিলিন্ডার রিফিল করা যাবে। যতই চাহিদা হোক তা দ্রুত সরবরাহ করবে অক্সিজেন ব্যাংক। আর করোনা রোগীদের সেবায় আবুল খায়ের গ্রুপ সহযোগিতার হাত প্রশস্ত করায় তাদের ধন্যবাদ জানান কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

‘অক্সিজেন ব্যাংক’ উদ্বোধনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এসএম নওশাদ রিয়াদ ও আবুল খায়ের গ্রুপের কক্সবাজারস্থ মার্কেটিং বিভাগের প্রধান মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888