শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, শনিবার ভোর রাতে কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার জাফর আলমের ছেলে।
উইং কমান্ডার আজিম বলেন, শনিবার ভোর রাতে কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী বড়বিল এলাকায় অস্ত্রধারী কতিপয় সন্ত্রাসী অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে।
” এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ২ টি বন্দুক ও ৭ টি গুলি। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। “
র্যাবের এ কর্মকর্তা বলেন, ” আশরাফ আলী একজন চিহ্নিত সন্ত্রাসী। গত মাসখানেক আগে কক্সবাজার শহরে সংঘটিত ডাবল-মার্ডার তার নেতৃত্বে ঘটেছে। সে নিজের নামে ‘আশু বাহিনী’ গড়ে তুলে শহরে ছিনতাই, অপহরণ ও হত্যাসহ নানা অপরাধ সংঘটনের সাথে জড়িত। এসব অভিযোগে তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ১১ টি মামলা রয়েছে। “
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।
.coxsbazartimes.com
Leave a Reply