শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত

উখিয়ায় জমে উঠেছে কুরবানির পশুর হাট

ইমরান আল মাহমুদ, উখিয়া : উখিয়ায় জমে উঠেছে কুরবানির পশুর হাট। মঙ্গলবার ও বুধবার ও বৃহস্পতিবার সরেজমিনে উখিয়া সদর, মরিচ্যা ও রুমখাঁ গরু বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকার দেশি বিদেশি গরু মহিষে ভরপুর এসব বাজার। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কিনছেন শখের গরু। তবে জমজমাট বাজার হওয়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ক্রয়-বিক্রয় কার্যক্রম সম্পন্ন করতে দেখা যায়।

চলমান কঠোর লকডাউন শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট বসার অনুমতি দিলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যার ফলে বিভিন্ন এলাকার কুরবানির পশুর ক্রেতা বিক্রেতাদের সমাগমে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে হাট বাজার কার্যক্রম পরিচালনা করা হয়। অন্যদিকে বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচার প্রচারণা চালানো হলেও বাস্তবে তা মেনে চলতে লক্ষ্য করা যায়নি।

বাজারের ইজারাদাররা জানান,করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকল ক্রেতা বিক্রেতাদের উদ্বুদ্ধ করা হয়। মাস্কবিহীন ক্রেতা বিক্রেতাদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। তবুও ক্রেতাদের উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে বলে জানান তারা।

তবে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সব ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়। কোনো প্রকার অনিয়ম,প্রতারণা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888