বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সরকারী আদেশ অমান্য করে অবৈধভাবে সাগরে মাছ ধরতে গিয়ে টেকনাফে ১১ রোহিঙ্গা জেলেকে আটক করেছে এপিবিএন ও সেনাবাহিনী।
বৃহস্পতিবার বিকেলে তাদেরকে টেকনাফের শামলাপুর উত্তর ঘাট ও দক্ষিন ঘাট হতে তাদের কে আটক করা হয়। আটক রোহিঙ্গারা সবাই ক্যাম্প-২৩ এর বাসিন্দা।
কক্সবাজারস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক বলেন, সাগরে ৬৫ দিন মাছ শিকারের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা অমান্য করে অনেক রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে সাগরে মাছ শিকার সংবাদ পায়। এরপর বৃহস্পতিবার দুপুরে ক্যাম্প-২৩ (শামলাপুর) সংলগ্ন সমুদ্রতীরের নামার বাজার ও ঘাটে এপিবিএন এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।
‘অভিযানে শামলাপুর উত্তর ঘাট ও দক্ষিন ঘাট হতে সরকারী আদেশ অমান্য করে অবৈধভাবে সাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে সমবেত হওয়া বহিরাগত ও শামলাপুর ক্যাম্পের ১১ (এগার) জন রোহিঙ্গা জেলেকে আটক করা হয়।’
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।
.coxsbazartimes.com
Leave a Reply