শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের স্থানীয় ১ লাখ পরিবারকে ‘স্পেশাল সাপোর্ট ফর দ্যা হোস্ট কমিউনিটি (এসএসএইচসি) প্রকল্পের আওতায় নগদ অর্থ সহায়তার কর্মসূচী হাতে নিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় কক্সবাজারের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান অরুণোদয়ের মিলনায়তনে জেলা প্রশাসন ও ডব্লিউএফপি এর মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ তথ্য জানানো হয়েছে।
সভায় জানানো হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউনের কারণে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির মধ্যে রয়েছে এসব মানুষদের এ সহায়তা প্রদান করা হবে। এতে প্রত্যেক পরিবারকে নগদ আড়াই হাজার টাকা দেয়া হবে।
এর আগেও গতবছর এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত এসএসএইচসি প্রকল্পের আওতায় কক্সবাজারসহ দেশের ৬ লাখ পরিবারকে ৫৯ কোটি ২২ লাখ টাকার নগদ সহায়তা প্রদান করা হয়েছিল।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ডব্লিউএফপি ও অংশীদার সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply