শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে শরণার্থী শিবিরে ‘মুক্তিপণের’ টাকাসহ অপহণকারি চক্রের সদস্য এক রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
এপিবিএন ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৪ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ ইলিয়াছ (৩০) টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বি-৮ ব্লকের মো. আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সুপার তারিকুল বলেন, বুধবার বিকালে টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লক এলাকায় আইয়ুব স্টোর নামের ব্যবসা প্রতিষ্ঠানের বিকাশ এজেন্টের মাধ্যমে অপহরণকারি চক্রের এক সদস্য কর্তৃক মুক্তিপণের টাকা উত্তোলনের খবরে এপিবিএন একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থল থেকে উত্তোলিত টাকাসহ একজনকে হাতেনাতে আটক করা হয়।
“ এসময় আটক অপহরণকারি চক্রের সদস্যের হেফাজত থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা ৫৮ হাজার টাকা পাওয়া যায়। ”
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, “ আটক ব্যক্তি স্বীকারোক্তিতে জানিয়েছে, টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বি-১০ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আয়াজের নির্দেশে অপহরণের মুক্তিপণ বাবদ টাকাগুলো উত্তোলন করেছে। তবে কাকে অপহরণ করা হয়েছে সে (আয়াজ) অবহিত করেনি। ”
অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া মোহাম্মদ আয়াজকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
.coxsbazartimes.com
Leave a Reply