শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত

হামলায় রোহিঙ্গা নিহত : গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে শরণার্থী শিবিরে ‘পূর্ব শত্রুতার জেরে’ প্রতিপক্ষের হামলায় এক রোহিঙ্গা নিহত হয়েছে; এতে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এপিবিএন ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ শাকের (৪৫) হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবু তালেবের ছেলে।

এতে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ক্যাম্পটির ডি-ব্লকের ১০২৯?৬ নম্বর শেডের বাসিন্দা মৃত জাফর আলমের ছেলে মোহাম্মদ এনামত ওরফে এনামসহ ১০ জনকে।

তবে গ্রেপ্তার অপর ৯ জনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার তারিকুল বলেন, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকের ও মোহাম্মদ এনামত ওরফে এনামের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে মতবিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার মধ্যরাতে মোহাম্মদ এনামত সংঘবদ্ধ লোকজন নিয়ে মোহাম্মদ শাকেরের উপর হামলা চালায়।

“ হামলাকারিরা লাঠিসোটা ও টর্চলাইট দিয়ে মোহাম্মদ শাকেরকে মারধর করা হয়। এতে সে আহত হয়। খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন স্থানীয় আইপিডি হাসপাতালে ভর্তি করে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”

এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, “ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন ও টেকনাফ থানা পুলিশ রোহিঙ্গা ক্যাম্পসহ সম্ভাব্য নানা স্থানে অভিযান চালায়। এতে ঘটনায় জড়িত সন্দেহে প্রধান অভিযুক্তসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তারিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888