শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী বাজার সংলগ্ন মেসার্স ইউসুফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
আটক মামুনুর রশিদ (২২) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকার আব্দুর জব্বারের ছেলে।
উইং কমান্ডার আজিম বলেন, মঙ্গলবার দুপুরে টেকনাফ থেকে গাড়ী যোগে ইয়াবার একটি চালান আসার খবরে র্যাবের একটি দল উখিয়ার পালংখালী বাজার সংলগ্ন মেসার্স ইউসুফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা সন্দেহজনক একটি অটোরিক্সা সেখানে পৌঁছালে র্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এসময় অটোরিক্সাটিতে থাকা আরোহীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
“ এতে দুইজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করা সম্ভব হয়। পরে জব্দ করা অটোরিক্সাটি তল্লাশী করে চালকের বসার সিটের নিচে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা। ”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা আজিম আহমেদ।
.coxsbazartimes.com
Leave a Reply