রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক : কক্সবাজারে করোনাভাইরাস প্রতিরোধে জেলা সদর হাসপাতালে সিনোফার্মের গণটিকা দান কার্যক্রম শুরু হলেও উপজেলাগুলোতে এখনো শুরু হয়নি। তবে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম কক্সবাজারের ৮টি উপজেলা শুরু হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।
কক্সবাজার সিভিল সার্জন জানায়, কক্সবাজার জেলায় চীনের সিনোফার্মের মোট ৬৪ হাজার ডোজ টিকা বরাদ্দ পেয়েছে। টিকাগুলো সোমবার উপজেলা পর্যায়ে বরাদ্দ দেয়া হয়েছে। যা কাল থেকে গণটিকা দান কার্যক্রম শুরু হবে। তবে ইতিমধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সিনোফার্মের গণটিকা দান কার্যক্রম চলছে। স্বাস্থ্যবিধি মেনে আগ্রহের সঙ্গে সিনোফার্মের টিকা নিচ্ছেন নিবন্ধিত সাধারণ মানুষ। প্রতিদিন জেলা সদর হাসপাতালে ৪’শ জনকে টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে জেলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দিয়েছে ৮০ হাজার জন ও দ্বিতীয় ডোজ দিয়েছে ৫৭ হাজার জন।
.coxsbazartimes.com
Leave a Reply