রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় মাটির নিচে বস্তা মোড়ানো ১৮ লাখ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
রোববার (১১ জুলাই) দুপুরে রামুস্থ র্যাব -১৫ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৫ এর অধিনায়ক ইউং কামান্ডার আজিম আহমেদ।
গ্রেফতারকৃত করা হলেন
চকরিয়া উপজেলার ব্রাহ্মনপাড়ার মৃত
আব্দুল শুকুরের ছেলে
মোঃ সাইফুল (৩১)
ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রুস্তুমকাটা গ্রামের মোস্তাক আহমম্মেদের ছেলে
মোঃ কফিল উদ্দিন
(২২)।
র্যাব জানায়, গত
৭ জুলাই রাতে
পেকুয়া উপজেলার আলহাজ¦
কবির আহমদ চৌধুরী
বাজারের ইসলামী ব্যাংক
ভবনের ৩য় তলায়
বিকাশ ডিস্টিবিউশন অফিস
হতে নগদ সাড়ে
৪৬ লাখ টাকা
চুরি হয়। এরপর
অভিযোগের ভিত্তিতে র্যাব
অভিযানে নামে। অভিযানের এক
পর্যায়ে টাকা লুটের
ঘটনায় জড়িতরা চকরিয়ার সিকদারপাড়ার জনৈক
আনোয়ার মিয়ার বসতঘরে
অবস্থান করছে জানা
যায়। তারপর শনিবার
রাতে উক্ত বসতঘরে
পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের
পেয়ে পালিয়ে যাওয়ার
চেষ্টাকালে মো. সাইফুল
ও মোঃ কফিল
উদ্দিনকে ধৃত করা
হয়। ধৃতদের দেখানো
মতে বসতঘরের বারান্দায় মাটির
নিচে বস্তা মোড়ানো
অবস্থা নগদ ১৮
লাখ টাকা উদ্ধার
করা হয়।
“ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা
যায় যে, বিকাশ
ডিস্টিবিউশন অফিসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিনা রাতের
খাবার খেতে হোটেলে
যান। সেই সুযোগে
গ্রেফতারকৃত আসামীদের সঙ্গে
পলাতক আসামীরা ঘটনার
দিন রাত ৮টায়
মাথায় হেলমেট পড়ে
প্রথমে বিকাশ ডিস্টিবিউশ অফিসের
গ্রিলের তালা ভেঙ্গে
ভেতরে প্রবেশ করে।
এরপর বিদ্যুতের মেইন
সুইচ বন্ধ করে
দেন এবং কার্যালয়ের ভল্ট
ভেঙ্গে রক্ষিত নগদ
৪৬ লক্ষ ৫০
হাজার টাকা চুরি
করে কৌশলে পালিয়ে
যায়।”
গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য
পেকুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আর পলাতক আসামীদের গ্রেফতার ও
বাকী টাকা উদ্ধারের চেষ্টা
অব্যাহত আছে বলেও
জানায় তিনি।
.coxsbazartimes.com
Leave a Reply