শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রামুতে দুই শিশুকে মুরগির খাঁচায় বন্দি করে ইলেকট্রিক শক ও জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের একটি ডিভিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ড করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১ জুলাই রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড় ইউনিয়নের ঈদগড় বাজারের দেড়শ টাকা চুরির অভিযোগে এক আওয়ামীলীগ নেতা শিশু ২ জনকে নির্যাতন চালায়।
নির্যাতনের শিকার দুই শিশু ঈদগড় ৪নং ওয়ার্ডের মো. শরিফ পাড়া এলাকার প্রতিবন্ধী মো. নুরুল আলম ছেলে সোহেল (১০) ও রশিদ আহমদের ছেলে ইব্রাহিম (১০)।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রিফাত করিম (৩২) ঈদগড় ৪নং ওয়ার্ডের মো. শরিফ পাড়ার নেজাম উদ্দীন ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত রিফাতের ভাই আরমানুল করিম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো জানান, ঈদগড় বাজারে আওয়ামী লীগ নেতা রিফাত করিমের একটা মুরগির দোকান আছে। সেখানে পেটের দায়ে দুইবেলা ভাতের বিনিময়ে কাজ করে শিশু সোহেল। ওই দোকান থেকে মাত্র দেড়শ টাকা চুরির অভিযোগে শিশু সোহেল ও তার বন্ধু ইব্রাহিমকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা দশ ঘণ্টা মুরগির খাঁচায় বন্দি রেখে শত শত মানুষের সামনে নির্যাতন করেন রিফাত।
তিনি জানান, এক পর্যায়ে স্থানীয় কয়েকজন শিশুদের ছেড়ে দিতে অনুরোধ করলে তাদের ওপরে হামলা চালায় অভিযুক্ত ও তার লোকজন।
কক্সবাজারের অরিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, শিশু নির্যাতনের ভিডিও ক্লিপ দেখে একজন অফিসারকে ওই এলাকায় গিয়েছিলেন। এব্যাপারে মামলা রেকর্ড করে পুলিশ একজনকে গ্রেফতারও করেছে।
.coxsbazartimes.com
Leave a Reply