বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে কক্সবাজারে রীতিমত হিমশিম খাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বিধি-নিষেধ উপেক্ষা করে নানা অজুহাতে মানুষ বের হচ্ছে বিনা প্রয়োজনে। লকডাউনের ৪ দিনে কক্সবাজারে ৮২৯ জনকে অর্থদন্ড করা হয়েছে। জেলায় প্রথমবারের মতো ৩ জনকে দেয়া হয়েছে কারাদন্ড। এ পর্যন্ত প্রায় ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তারপরও লকডাউনের ৫ম দিন সোমবার প্রধান সড়কের বিপরীতে পাড়া মহল্লায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। প্রয়োজন-অপ্রয়োজনে মানুষ বাসা থেকে বের হয়ে রাস্তার চায়ের দোকানে, কাঁচাবাজারে, ফলের দোকানে বসে আড্ডা দিচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের নেতৃত্বে টহল দল শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এসময় সতর্কতার পাশাপাশি সচেতনতা প্রচারণা চালানো হয়। জরিমানা করা হয় অনেককে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, অলিগলিতেও লকডাউন অমান্য করার প্রবণতা লক্ষ্য করা গেছে, ওখানেও অভিযান জোরদার করা হবে।
সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এস এম আরিফ মাহমুদ জানান, লকডাউনে যারা বের হচ্ছে তাদের বেশিভাগ খোঁড়াযুক্তি দিচ্ছে। তাদের সচেতন করার চেষ্টা চলছে।
.coxsbazartimes.com
Leave a Reply