শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টানা কয়েকদিনে অতি বৃষ্টিপাতের কারণে টেকনাফের একটি রোহিঙ্গ শরণার্থী শিবিরের কয়েকটি ব্লকের বেশ কিছু বসতি প্লাবিত হয়েছে।
আমর্ড পুলিশ ব্যাটালিয়ান-১৬ এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, রোববার সকালে ভারী বৃষ্টিপাতের কারণে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি ব্লকের বেশ কিছু রোহিঙ্গা বসতি প্লাবিত হয়েছে।
এতে বসবাসের অনুপযোগী ১২ টি রোহিঙ্গা পরিবারকে অন্যত্রে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারের গত ৩/৪ দিন ধরে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। এতে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় প্লাবনের সৃষ্টি হয়েছে।
পুলিশ সুপার তারিকুল বলেন, চলতি বর্ষা মৌসুমে কক্সবাজারে ৩/৪ দিন ধরে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। ্এতে টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের কয়েকটি ব্লক প্লাবিত হয়েছে। অতি বুষ্টিপাতের কারণের প্লাবনের পানি রোহিঙ্গা বসতিতে প্রবেশ করেছে।
“ অতি বৃষ্টিপাতে ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের বি-১ ব্লক এলাকায় ক্যাম্পের সীমানা নির্ধারণকারি কাঁটাতারের বেশ কয়েকটি পিলারের মাটি সরে গিয়ে পার্শ্ববর্তী খালে দসে পড়েছে। এছাড়া ক্যাম্পটির এ-১ এ বি-১ ব্লকে প্লাবনের কারণে পানি প্রবেশ করেছে ১২ টি রোহিঙ্গা পরিবারের ঘরে। এতে ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ”
বসবাসের অনুপযোগী হয়ে পড়া রোহিঙ্গা পরিবারগুলোকে অন্যত্রে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান এপিবিএন অধিনায়ক।
তারিকুল জানান, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে প্লাবনের কারণে আরো ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply