শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়েছে। এসময় তার হাতে থাকা পলিথিন ব্যাগে উদ্ধার করা হয় ২৯ হাজার ইয়াবা।
শনিবার (০৩ জুলাই) দুপুরে এক মেইল বার্তায় এই তথ্যটি জানিয়েছে কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলদিয়া পালং ইউপিস্থ কোর্টবাজার সংলগ্ন তচ্ছাখালী ব্রীজ এর পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার রাতে উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে হামিদুল হক (২২) কে ধৃত করা হয়। হামিদুল হক উখিয়ার হলদিয়াপালং ৬ নং ওয়ার্ডের মৌলভী পাড়ার নুরুল আলমের ছেলে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply