বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সরকার ঘোষিত কঠোর লকডাউন শতভাগ বাস্তবায়নে ব্যাপক পরিকল্পনা নিয়ে কক্সবাজারে মাঠে রয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সহ প্রশাসনের ৩৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে টহল দিতে দেখা গেছে। একই সঙ্গে সেনা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে। ৮ টি স্থানে চেকপোষ্ট বসিয়ে বিনা প্রয়োজনে বের হওয়া মানুষকে আটক দেয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় যানবাহনের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।
লকডাউনের প্রভাবে কক্সবাজার শহর ফাঁকা রয়েছে। কয়েকটি রিক্সা সহ অল্প সংখ্যক যানবাহন সড়কে চলতে দেখা গেলে পথে পথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। প্রশাসনের পক্ষে মাইকিং করে প্রচারণা চালিয়ে লকডাউন বাস্তবায়নে সর্তক বার্তা জানানো হচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কঠোর লকডাউন শতভাগ কার্যকর করতে সকাল থেকে মাঠে তৎপরতা চালানো হচ্ছে। জেলা প্রশাসনের ৩৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেনা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে কাজ করতে। প্রতিটি দল সাথে মাস্ক রয়েছে। কেউ মাস্ক পরিধান না করলে আইনগত ব্যবস্থার পাশাপাশি মাস্ক দেয়া হচ্ছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, লকডাউন কার্যকর করতে পুলিশ সর্বোচ্চ সর্তক রয়েছে। হাইওয়েতে ৮ টি চেকপোষ্ট বসানো হয়েছে। বিনা প্রয়োজনে বের হওয়া বের কিছু যান বাহন আটক করা হয়েছে।
অপর দিকে কক্সবাজারের অন্যান্য উপজেলায়ও কঠোরভাবে লকডাউন কার্যকর হচ্ছে।
.coxsbazartimes.com
Leave a Reply