মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
উখিয়ায় ‘দোকান ভাড়া’ সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে কলেজ শিক্ষক নিহত চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার

স্বাস্থ্যবিধি মানার শর্তে হোটেল-মোটেলসহ পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিকালে স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ মানার শর্তে কক্সবাজারের হোটেল-মোটেলসহ পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি জানিয়েছে পর্যটনসেবী বিভিন্ন সংগঠন।

রোববার বেলা ১২ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেশের শিল্প, কল-কারখানা, সরকারি-বেসরকারি অফিস-অদালত, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রতিটি সেক্টরে বিধি-নিষেধের আওতায় সবকিছু খুলে দেওয়া হয়েছে। এমনকি ১ কোটি ২৫ লাখ মানুষের বসাবাসকারি রাজধানী ঢাকায় হোটেল-রোস্তোরা-বার ও বিনোদন কেন্দ্রসহ সবগুলো স্বাভাবিক রয়েছে, তাতে করোনা ছড়ানো হুমকী নেই। শুধুমাত্র কক্সবাজারসহ দেশের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে।

কিন্তু গত বছর ৬ মাস এবং চলতি বছর ৩ মাস ধরে কক্সবাজারের হোটেল-মোটেল এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের প্রায় সাড়ে ৩ লক্ষাধিক মালিক, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক চরম দুর্ভোগে দিন কাটাছে। এসব মানুষের জীবন-জীবিকা এখন বন্ধের পথে। এখন অনেকে পেশা পরিবর্তনের পাশাপাশি নানা অপরাধেও জড়িয়ে পড়ছে।

দেশে করোনা মহামারিতে চলমান লকডাউন ও বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মানার শর্তে সীমিত আকারে কক্সবাজারের হোটেল-মোটেলসহ পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে পর্যটনসেবী বিভিন্ন সংগঠন।

সংবাদ সম্মেলনে হোটেল-মোটেল কর্মচারী-কর্মকর্তা, সৈকতের বিভিন্ন ব্যবসায়ি ও পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888