শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনানুযায়ী হোটেল-মোটেলসহ কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
তিনি শনিবার কক্সবাজারে জেলা প্রশাসনের শহিদ এটি এম জাফর আলম সম্মেলন কক্ষে জেলার কোভিড ১৯ এর চলমান পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সচিব বলেন, নো-মাস্ক নো সার্ভিস পদ্ধতির মাধ্যমে সকল নাগরিক সেবা প্রদান করতে হবে।
সভায় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান,মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,জেলা স্বাস্থ্যবিভাগের চিকিৎসক,জনপ্রতিনিধিরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply