শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
সমকাল : মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিমানটি বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শহরটির দমকল বিভাগ এ দুর্ঘটনার কথা জানিয়েছে। খবর রয়টার্সের
দেশটির সামরিক বাহিনীর মালিকানাধীন মায়াওয়াদি টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিমানটি রাজধানী নেপিদো থেকে পিউন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। মান্দালয়ের কাছে একটি স্টিলের কারখানা থেকে ৩০০ মিটার দূরে বিমানটি আছড়ে পড়ে।
বিমানটির আরোহীদের মধ্যে সামরিক বাহিনীর ছয় সদস্যের পাশাপাশি কয়েকজন সন্ন্যাসীও ছিলেন। তারা একটি বৌদ্ধ বিহারের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
বিমানটি যেখানে পড়েছে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি।
বিধ্বস্ত বিমানের চালক ও এক যাত্রী জীবিত আছেন এবং তাদের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে বিধ্বস্ত বিমানের মূল কাঠামোটিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয় দেশটিতে। ক্ষমতাচ্যুত করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সু চিকে। এরপরই সেনাবিরোধী আন্দোলন শুরু হয় দেশজুড়ে। সামরিক জান্তার দমন-পীড়নে দেশটিতে অন্তত ৮৫০ জন নিহত হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply