শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
সমকাল : আগামী গ্রীষ্মেই দুই ক্যামেরার স্মার্টওয়াচ আনতে পারে ফেসবুক। এর একটি ক্যামেরা থাকবে সামনে, অন্যটি পেছনে। ব্যবহারকারীরা স্ট্র্যাপ থেকে ডিসপ্লে খুলে স্মার্টওয়াচটির পেছনে থাকা ক্যামেরা ব্যবহার করতে পারবেন। আর হাতে থাকা অবস্থাতেই করতে পারবেন ভিডিও কল।
এর দাম ৪০০ মার্কিন ডলার পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্মার্টওয়াচের মাধ্যমে ১০৮০পি’তে ভিডিও কলের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। পেছনের ক্যামেরাটি মূলত থাকবে ভিডিও ধারণের জন্য, ভিডিও’র সুবিধার্থে থাকবে অটোফোকাসও। খবর ভার্জের
নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র স্মার্টওয়াচটির ব্যাপারে জানিয়েছেন সম্প্রতি। খবর রটেছে, সাদা, কালো এবং সোনালী এই তিন রংয়ে আসবে ফেসবুকের স্মার্টওয়াচটি।
.coxsbazartimes.com
Leave a Reply