মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরে কলাতলীতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম জানিয়েছেন, শুক্রবার রাতে কক্সবাজার শহরের মধ্যম কলাতলী এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
এসময় উদ্ধার করা হয়েছে ৪ হাজার ইয়াবা।
আটক কায়ছার উদ্দিন (২৪) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের খারাংখালী এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
পরিদর্শক নুরুল আলম বলেন, শুক্রবার রাতে কক্সবাজার শহরের মধ্যম কলাতলী এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে অভিযানকারি দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়।
“ পরে আটক ব্যক্তির সঙ্গে একটি শপিংব্যাগের ভিতরে পলিথিন মোড়ানো অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে পাওয়া যায় ৪ হাজার ইয়াবা। ”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান পরিদর্শক নুরুল আলম।
.coxsbazartimes.com
Leave a Reply