মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের স্থলবন্দর এলাকা থেকে ২ হাজার ৫৮৫টি ইয়াবা সহ সাদ্দাম হোসেন (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।
রোববার সন্ধ্যা সদর ইউপি স্থলবন্দর এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক সে সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা মোহাম্মদ হাকিমের ছেলে।
সোমবার এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থলবন্দর এলাকায় টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ এম মিরাজুল হাসান এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানচলাকালীন এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতকে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার ৫৮৫টি ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply