বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
স্বাস্থ্য ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। তাদের নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৮৭৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২৮৫ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে শনাক্ত হলেন সাত লাখ ৭২ হাজার ১২৭ জন।
একই সময়ে করোনা থেকে সুস্থ হলেন দুই হাজার ৪৯২ জন। তাদের নিয়ে করোনা থেকে মোট সুস্থ হলেন সাত লাখ ছয় হাজার ৮৩৩ জন।
আজ শনিবার (৮ মে) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার আট দশমিক ৭৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৪ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয় ১৪ হাজার ৩২৪টি। আর নমুনা পরীক্ষা হয় ১৪ হাজার ৭০৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৬ লাখ ১৩ হাজার ৯৭৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪১ লাখ ২৬ হাজার ৮১টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৮৭ হাজার ৮৯৮টি।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ২৬ জন, আর নারী ১৯ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন আট হাজার ৬১৫ জন এবং নারী মারা গেছেন তিন হাজার ২৬৩ জন।
তাদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ আছেন ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন সাত জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২১ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একজন করে, খুলনা বিভাগের তিন জন, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের দুই জন করে।
গত একদিনে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৫ জন। আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১০ জন।
.coxsbazartimes.com
Leave a Reply