বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের পৌর বাস-স্টেশন সংলগ্ন এলাকা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছেন পুলিশ। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার রাতে পৌর বাস স্টেশন সংলগ্ন নাফ ভিউ তেলের পাম্পের সামনে থেকে ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান। তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মোটরসাইকেলযোগে মাদকের চালান পাচারের খবর পেয়ে টেকনাফ ট্রাফিক জোনের পরিদর্শক ফারুক আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার বাস-স্টেশন নাফ ভিউ তেলের পাম্পের সামনে অভিযান চালানো হয়। অভিযানচলাকালীন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মোটরসাইকেল ও একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল ও পলিথিন ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা ও একটি ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এঘটনায় তিনজনকে পলাতক আসামি করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।পলাতক আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply