সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় ৮০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১২ টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইব্রাহীম উখিয়ার কুতুপালয় রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশকালে টহলরত বিজিবি সদস্যদের উপর গুলিবর্ষণ করে কারবারীরা। এসময় আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে ইয়াবা কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে একজনের মরদেহসহ এসব মাদক পাওয়া যায় বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
.coxsbazartimes.com
Leave a Reply