শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতাকর্মিদের বিরুদ্ধে “উস্কানিমূলক বক্তব্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত” অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরকে আসামী করে আসামী করে থানা মামলা করেছে কক্সবাজারের স্থানীয় এক ছাত্রলীগ নেতা।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের এক নেতা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।
মামলায় একমাত্র আসামী করা হয়েছে ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরকে (৩০)।তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাসিন্দা ইদ্রিস হাওলাদারের ছেলে।
মামলার বাদী মঈন উদ্দিন (২৬) কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
থানায় দায়ের এজাহারের বরাতে ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন, গত ১৪ এপ্রিল বিকালে ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি পেইজ থেকে প্রচারিত এক ভিডিও বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মিদের বিরুদ্ধে ” উস্কানিমূলক বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে” আঘাত হানার অভিযোগ আনেন মামলার বাদী।
” যার ফেইসবুক পেইজের আইডি – Vp Nurul Haque Nur ( শিক্ষা অধিকার প্রগতি )। যেটির লিংক- https://www. facebook.com/vpnurulhaque.nur.7. এছাড়া ওইদিন বিকাল ৪ টা ৩৭ মিনিটের সময় প্রচারতি ভিডিও’টির লিংক- https://www.facebook.com/886289808409197/videos/188341579630369.
ওসি বলেন, ” এজাহারে বাদী অভিযোগ করেছেন, ফেইসবুকে নুরুল হক নুর যে বক্তব্য প্রচার করেছেন তাতে করে আওয়ামী লীগের নেতাকর্মিদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার পাশাপাশি আক্রমণাত্বক উস্কানি দেয়া হয়েছে। “
এজাহারে বাদী অভিযোগে করেন, ” ভিডিও বক্তব্যের মাধ্যমে নুর বলেছেন, কোন আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্ধাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ি, চিটার, বাটপার। প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। “
” এদের (আওয়ামী লীগের নেতাকর্মি) কোন ইমান নাই। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে। আর পাঁচ ওয়াক্ত নামাজের কোন খবর নাই। আওয়ামী উগ্রবাদীরা আলেম-ওলামাদের চরিত্র হনন করছে। “
এ ধরণের উস্কানিমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নুর অপরাধ সংঘটন করেছে বলে দাবি করেন মামলার বাদী।
এ নিয়ে বাদী ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন বলেন, ডাকুসু’র সাবেক ভিপি নুরুল হক নুর’র প্রচারিত বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালানো হয়েছে। এতে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টেরও উস্কানি দেয়া হয়েছে।
” সংগঠন হিসেবে আওয়ামী লীগের দলীয় ঐতিহ্য এবং দলটির নেতাকর্মিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। এ বক্তব্য নুর’র অসংখ্য অনুসারি ও সমর্থকরাও নানা মাধ্যমে প্রচার করে একই ধরণের অপরাধ সংঘটিত করেছে। “
এ জন্য মামলায় ভিপি নুর সহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামী করা হয়েছে বলে জানান মামলার বাদী।
ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, বুধবার সন্ধ্যায় মামলাটি নথিভূক্ত হয়েছে। এতে ভিপি নুর সহ অজ্ঞাতনামা অনেককে আসামী করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply