শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের রঙ্গিখালী এলাকায় ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে র্যাব ১৫।
রবিবার রাতে হ্নীলা ইউপি রঙ্গিখালী এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজার পৌরসভার মোহাজেরপাড়ার জয়নাল আবেদীনের ছেলে মোঃ সোহেল (১৯) ও উখিয়া উপজেলার বালুখালী পশ্চিম পাড়ার মৃত আব্দুল আমিনের ছেলে মোঃ জুনায়েদ(১৯)।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব ১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃএএসপি মোঃআবু সালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হ্নীলা ইউপি রঙ্গিখালী এলাকায় মইন উদ্দিন কলেজের বিপরীতে কক্সবাজার-টেকনাফ সড়কের পূর্ব পাশ সংলগ্ন ফাঁকা জায়গায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply