শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪

করোনা : কক্সবাজারে এক সপ্তাহে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।

কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি তাঁর ফেসবুকের ওয়ালে লেখেছেন, “গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন ৫ জন। এদের মধ্যে ১ জন চকরিয়া, ১ জন ঈদগাহ, ১জন ঝিলংজা, ১ জন কলাতলী, ১ জন টেকনাফের রয়েছে। এবারের মৃত্যু গুলো গতবারের চেয়ে একটু অমিল রয়েছে, যেমন গতবছর শহরের রোগীদের মৃত্যুর হার বেশী ছিল, এবার গ্রামের রোগী। গতবার পুরুষ বেশী ছিল এবার নারী। যদিও ৫ জন দিয়ে এই ইনফারেন্স ড্র করা যায় না। আইসিইউতে ভর্তিরত আরও ৮ জন রোগী ক্রিটিকাল। আমরা আরও সচেতন হই”।

অপর দিকে বুধবার কক্সবাজারে নতুন করে ৫৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে; এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৪৫১ জন রোহিঙ্গাসহ ৬ হাজার ৮৯০ জন স্থানীয় বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে।

এদিকে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৪ জন। এদের মধ্যে ১০ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে।

বুধবার রাত ৯ টায় এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

ডা. অনুপম বলেন, মঙ্গলবার কক্সবাজারের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ জেলার ৮ উপজেলা এবং জেলার পার্শ্ববর্তী বান্দরবান ও চট্টগ্রাম জেলার কয়েকটি উপজেলা থেকে মোট ৬৩৮ জনের কাছ থেকে সংগ্রহ করা নমুনা সংগ্রহ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা হয়। এদের মধ্যে ৮০ জন নতুন করে করোনা পজেটিভ এবং ১ জনের ফলোআপ পজেটিভ শনাক্ত হয়েছে। অন্য ৫৮০ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

“ নতুন করে করোনা পজেটিভ শনাক্তদের মধ্যে কক্সবাজারের ৫৭ জনই বাসিন্দা । ”

মেডিকেল কলেজের এ অধ্যক্ষ বলেন, “ জেলায় নতুন করে আক্রান্ত ৫৭ জনের মধ্যে কক্সবাজার শহরসহ সদর উপজেলার ২৬ জন, রামু উপজেলার ৩ জন, উখিয়া উপজেলার ১৪ জন, টেকনাফ উপজেলার ৪ জন, চকরিয়া উপজেলার ৬ জন, কুতুবদিয়া উপজেলার ১ জন ও মহেশখালী উপজেলার ৩ জন বাসিন্দা রয়েছে। ”

এ নিয়ে বুধবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট ৪৫১ জন রোহিঙ্গাসহ ৬ হাজার ৮৯০ জন করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া এ পর্যন্ত জেলায় ৮৪ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে।

এদের মধ্যে কক্সবাজার শহরসহ সদর উপজেলার ৩ হাজার ৩৭৯ জন, রামু উপজেলার ৪৭৫ জন, উখিয়া উপজেলার ৬৭৮ জন, টেকনাফ উপজেলার ৫৪২ জন, চকরিয়া উপজেলার ৫৯৯ জন, পেকুয়া উপজেলার ২৩৬ জন, মহেশখালী উপজেলার ৪৩২ জন ও কুতুবদিয়া উপজেলার ৯৮ জন বাসিন্দা রয়েছে।

এছাড়া উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের ৪৫১ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888