বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের জাদিমোড়া ২৭নম্বর শরনার্থী শিবির এলাকা থেকে অপহরণের পনের ঘন্টা পর অপহৃত এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা।
বুধবার সকালে একই শরনার্থী শিবিরের বি বল্ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার অপহৃত মোঃ আবুল নাসের(২৭) হ্নীলা ইউপি জাদিমোড়া ২৭নম্বর শরনার্থী শিবিরের ব্লক বি/৯এর বাসিন্দা হাসিমুল্লাহ ছেলে।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি বলেন,মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে একদল অজ্ঞাতনামা দুস্কৃতকারী মোঃ আবুল নাসেরকে তার ঘরের পাশে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাকে অপহরণ করে নিয়ে যায়।বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে।ঘটনার পর থেকে জাদিমোড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানের একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতকারীরা ক্যাম্পের বি ব্লক এলাকায় আবুল নাসেরকে ফেলে রেখে পালিয়ে যায়৷পুলিশ অপহৃতকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।তিনি আরো বলেন,উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,গত ৬ এপ্রিল রাতে জাদিমোড়া ২৭নম্বর ক্যাম্পের ব্লক বি/৯ এলাকায় ঘরের পাশে মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার সময় একদল অজ্ঞাতনামা দুস্কৃতকারী তাকে অপহরণ করে নিয়ে যায়।
.coxsbazartimes.com
Leave a Reply