শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা লুট করেই ৬ ট্রলার সহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে ‘মিয়ানমারের নৌবাহিনী’ রোহিঙ্গা ক্যাম্পে ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

করোনা : জেলায় নতুন ৪২ সহ মোট শনাক্ত ৬৫১৬

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে নতুন করে এক রোহিঙ্গাসহ ৪২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে; এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৪৪৬ জন রোহিঙ্গা এবং ছয় হাজার ৭০ জন স্থানীয় বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে।

এদিকে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩ জন। এদের মধ্যে ১০ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে।

বৃহস্পতিবার রাত ৯ টায় এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

ডা. অনুপম বলেন, বুধবার কক্সবাজারের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ জেলার ৮ উপজেলা এবং জেলার পার্শ্ববর্তী বান্দরবান ও চট্টগ্রাম জেলার কয়েকটি উপজেলা থেকে মোট ৪০৪ জনের কাছ থেকে সংগ্রহ করা নমুনা সংগ্রহ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা হয়। এদের মধ্যে ১ রোহিঙ্গাসহ ৪৩ জন নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। অন্য ৩৬৩ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

“ নতুন করে করোনা পজেটিভ শনাক্তদের মধ্যে ১ রোহিঙ্গাসহ কক্সবাজারের ৪২ জন বাসিন্দা এবং অপর একজন চট্টগ্রাম জেলার বাসিন্দা। ”

মেডিকেল কলেজের এ অধ্যক্ষ বলেন, “ জেলায় নতুন করে আক্রান্ত ৪২ জনের মধ্যে কক্সবাজার শহরসহ সদর উপজেলার ২৮ জন, রামু উপজেলার ৩ জন, উখিয়া উপজেলার ২ জন, টেকনাফ উপজেলার ৫ জন, চকরিয়া উপজেলার ২ জন ও মহেশখালী উপজেলার ১ জন বাসিন্দা রয়েছে। এছাড়া অপর একজন রোহিঙ্গা নাগরিক। ”

এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট ৪৪৬ জন রোহিঙ্গা এবং ৬ হাজার ৭০ জন করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া এ পর্যন্ত জেলায় ৮৩ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে।

এদের মধ্যে কক্সবাজার শহরসহ সদর উপজেলার ৩ হাজার ১৫৯ জন, রামু উপজেলার ৪৫৮ জন, উখিয়া উপজেলার ৬৩৫ জন, টেকনাফ উপজেলার ৫১৩ জন, চকরিয়া উপজেলার ৫৬৬ জন, পেকুয়া উপজেলার ২২৫ জন, মহেশখালী উপজেলার ৪১৫ জন ও কুতুবদিয়া উপজেলার ৯৭ জন বাসিন্দা রয়েছে। এছাড়া উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের ৪৪৬ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888