শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ‘মুক্তিযুদ্ধের ঐক্য’ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৩ টি স্থানে কর্মসূচির অংশ হিসেবে শেষ কর্মসূচি মঙ্গলবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক কক্সবাজার এসে পৌঁছেছেন।
মঙ্গলবার বেলা ১১ টার সময় বিমান যোগে তিনি কক্সবাজার পৌঁছেন। কক্সবাজার বিমান বন্দরে কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন নেন। একই সময় মুক্তিযুদ্ধের ঐক্য কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রামু চৌমুহনী স্টেশনে সন্ধ্যা ৬ টায় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশেন মধ্য দিয়ে শুরু হবে এ কর্মসূচি। অনুষ্ঠানের অন্যান্য অতিথির মধ্যে বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কামরুল হাসান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফও ইতিমধ্যে কক্সবাজার এসে পৌঁছেছেন।
এ কর্মসূচিতে বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের জেলা সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। সভাপতিত্বে করবেন রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।
সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত ৩ শত জনের জন্য নির্ধারিত দূরত্ব মেনে বসানো হয়েছে চেয়ার। অনুষ্ঠানে মাস্ক পরিধান বাধ্যতামুলক। একই সঙ্গে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক মিলে হ্যান্ড স্যানিটেশন করার ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠান স্বাস্থ্য বিধি মনে আমন্ত্রিতদের অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছেন, মুক্তিযুদ্ধের ঐক্য কক্সবাজার জেলা শাখার আহবায়ক মো. নজিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক শামসুল আলম মন্ডল, উজ্জ্বল কর, মাহবুবুর রহমান মাবু ও সদস্য সচিব মাহমুদুল করিম মাদু।
.coxsbazartimes.com
Leave a Reply