রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে বস্তাবন্দি শিশু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’ কুতুবদিয়ায় বিশ্ব নদী দিবস পালিত টেকনাফে নিখোঁজ মেয়ে শিশুর বস্তিাবন্দি মরদেহ উদ্ধার ৩৫ হাজার ইয়াবা সহ পুলিশ কনস্টেবল সহ আটক ২ সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয় ৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

ভাই-বোনদের জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে ভাই-বোনদের মধ্যে জমি বিরোধের জেরে হামলার ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

সোমবার বিকালে কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

নিহত আব্দুর রহিম (৩০) কক্সবাজার শহরের চৌধুরী পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।

তবে এ ঘটনায় হামলাকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান শহর পুলিশ ফাঁড়ির এ ইনচার্জ।

স্থানীয়দের বরাতে পরিদর্শক আনোয়ার বলেন, কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় পিতার মালিকানাধীন জমির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে আব্দুর রহিমের সঙ্গে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার বিকালে তার উপর ছোট ভাই মোহাম্মদ তারেক, মোহাম্মদ ইব্রাহিম ও ইব্রাহিমের স্ত্রী মুন্নীসহ আরো কয়েকজন মিলে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুর রহিম আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

” এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করে। তার পিটে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া পাওয়া গেছে। “

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শহর পুলিশ ফাঁড়ির এ ইনচার্জ।

আনোয়ার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888