শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রামুতে যৌথ চেকপোষ্টে ৭০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।
রোববার বিকেলে রামুর মরিচ্যা যৌথ চেকপোষ্টে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার ডেঙ্গাপাড়ার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে মো. জসিম উদ্দিন (৩২)। এসময় পাচারকাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে (ইঞ্জিন নম্বর-৩৩১১৯৯) করে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোষ্টে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। পরে টেকনাফ থেকে আসা সিএনজিকে থামাতে বললে চালক মো. জসিম উদ্দিনের আচরণ সন্দেহজনক লাগে। এসময় তাকে তল্লাশী করে কিছুই পাওয়া যায়নি। এরপর সিএনজির যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৭টি প্যাকেটে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও মো. জসিম উদ্দিনকে আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
আটককৃত আসামী, ইয়াবা ও জব্দকৃত সিএনজি রামু থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।
.coxsbazartimes.com
Leave a Reply