বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে সেই পকিস্তানী পরাজিত শক্তি ফের ষড়যন্ত্র শুরু করেছে। তারা আড়ালে অবস্থান করে তাদের প্রেতাত্মাদের মাঠে নামিয়েছে। যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর বাংলাদেশ সফরে ঘোলাটে পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়ে গেছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামীলীগ ও সহযোগি-অঙ্গ সংগঠণকে মাঠে থাকার আহবান জানিয়েছেন তিনি।
কক্সবাজার পৌর আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ঐতিহাসিক পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, বাংলাদেশ স্বাধীনতার সময় ভারত একটি দেশে যারা নানাভাবে সহযোগিতা করেছেন। বাংলাদেশের কোটি বেশি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ, মুক্তিকামি মানুষকে প্রশিক্ষণ প্রদান অস্ত্র প্রদান করেছিলেন। একই সঙ্গে এদেশের মুক্তিযোদ্ধাদের সাথে ভারতের সেনা সদস্যও অংশ নিয়েছিলেন। আজ এসে সেই পরাজিত শক্তি ভারত বিরোধী করছে। মুলত স্বাধীনতার পরাজিত গোষ্ঠির প্রেতাত্মারা আবারো ষড়যন্ত্র করছে।
কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, আগামি প্রজন্মকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা রাজাকার আল বদররা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। স্বাধীনতার ৫০ বছরে এ ষড়যন্ত্র কোনভাবে সফল হতে দেয়া যাবে না।
বিশেষ অতিথি কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, কক্সবাজারে কোন অপশক্তির তৎপরতা মেনে নেয়া হবে না। পুরো শক্তি এবং সাহস নিয়ে আওয়ামীলীগের কর্মীরা মাঠে থাকবে।
পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এবি সিদ্দিক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল, রণজিত দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, নেতা শাহেদ আলী, এডভোকেট রিদুয়ান আলী, শাহ নেওয়াজ চৌধুরী। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন মিজানুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, কাজি মোস্তাক আহমেদ শামীম, এইচ এম ইউনুছ বাঙ্গালী, এম এ মঞ্জুর, মহিলা আওয়ামীলীগ নেত্রী বুলবুল আমজাদ, পৌর আওয়ামীলীগ নেতা আসিফুল মওলা. নাজমুল হোসেন নাজিম, ডা. পরিমল কান্তি, সাইফুল ইসলাম, মো. ইয়াহিয়া, নুরুল আলম পেঠান, শাহাব উদ্দিন শাবু, শুভ দত্ত বড়ুয়া, আবদুল্লাহ আল মাসুদ, ওয়াহিদ মুরাদ সুমন, আরমানুল আজিম, তাজ উদ্দির তাজু, হাবিব উল্লাহ, জাফর আলম, জহিরুল কাদের ভূট্টো, দীপক দাশ, নজরুল ইসলাম, মোরশেদ আলম চৌধুরী, রাশেদুল ইসলাম ডালিম, জাফর আলম, আজিমুল হক সেলিম, আবু আহমেদ, সেলিম নেওয়াজ, খোরশেত আলম, মেজবাহ উদ্দিন কবির, আবদুল মজিদ সুমন, মো. ইলিয়াস, আমির উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের ঐক্য কক্সবাজার জেলা শাখার সাংস্কৃতিব স্কোডাট সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
.coxsbazartimes.com
Leave a Reply